নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর খামারবাড়িতে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের উপপরিচালক মো. মুরাদুল হাসান।
জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়মের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. রেজাউল হাসান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. মুসা ইবনে সাঈদ, মেহেন্দিগঞ্জের উপজেলা কৃষি অফিসার শিশির কুমার বড়াল, সদরের উপজেলা কৃষি অফিসার মারজিন আরা মুক্তা, হিজলার উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি, বাকেরগঞ্জের উপজেলা কৃষি অফিসার সুনীতি কুমার সাহা, কৃষি প্রকৌশলী মো. মশিউর রহমান, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।
সভায় চলতি মৌসুমে ফসল উৎপাদন বাড়ানো এবং আগামী রবি মৌসুমে শস্যআবাদ পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠান শেষে কৃষি কর্মকর্তাদের সাথে উপপরিচালকের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ডিএই ও কৃষি তথ্য সার্ভিসের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।