এগ্রিলাইফ২৪ ডটকম: বেসরকারী পর্যায়ে পোল্ট্রি খামারীদের রোগ নির্ণয় ও কারিগরী সেবা প্রদানের লক্ষে জয়পুরহাটের বিশ্বাসপাড়ায় জাকস ফাউন্ডেশন, পোল্ট্রি ডিজিজ ডায়াগনস্টিক ল্যাব-এর যাত্রা শুরু হয়েছে। সম্প্রতি এ ডিজিজ ডায়াগনস্টিক ল্যাবের শুভ উদ্বোধন করেন পিকেএসএফ-এর সিনিয়র মহাব্যবস্থাপক ড. আকন্দ মোঃ রফিকুল ইসলাম। Rural Microenterprise Transformation Project (RMTP) -এর অধীন নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্য উৎপাদনে এই ল্যাব বিশেষ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন উদ্বোধক।
জয়পুরহাটে বেসরকারি পর্যায়ে এই প্রথম ল্যাবের কার্যক্রম চালু হওয়ায় উপস্থিত অতিথিবৃন্দ জাকস ফাউন্ডেশন-এর এ ধরনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। খামারী পর্যায়ে মুরগির রোগ নির্ণয়ে পোল্ট্রি ডিজিজ ডাইগনস্টিক ল্যাবটি সহায়ক ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ আবুল বাশার, উপ-নির্বাহী পরিচালক, জাকস ফাউন্ডেশন, মোহাম্মদ আবু আল বাতেন, সহকারী মহাব্যবস্থাপক (কার্যক্রম), পিকেএসএফ, মর্তুজা আক্তার বানু, পরিচালক (এডমিন এন্ড এইচআর), জাকস ফাউন্ডেশন, মোঃ ওবায়দুল ইসলাম, উপ-পরিচালক ( প্রোগ্রাম), জাকস ফাউন্ডেশন, মোহা ইব্রাহিম আলম, সেক্টর ভ্যালু চেইন স্পেশালিষ্ট, (ফিশারীজ), পিকেএসএফ, এস এস আর এম মাহে আলম সরওয়ার, ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার, পিকেএসএফ সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ।