এগ্রিলাইফ২৪ ডটকম: "নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে ২৫ জুলাই রোজ মঙ্গলবার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, সাভার, ঢাকার আয়োজনে "জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩" উদযাপন করা হয়। এ উপলক্ষে সড়ক র্যালি, পোনামাছ অবমুক্ত করন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
"জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩" উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মাজহারুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাভার উপজেলা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মনজুরুল আলম রাজিব, উপজেলা চেয়ারম্যান সাভার উপজেলা, সাভার মড়েল থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, মিস সাবিনা সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক, রোরাস এগ্রো ফার্মা, জনাব মোখলেছুর রহমান, এডমিন অফিসার, রোরাস এগ্রো ফার্মা, জনাব মাহমুদুর রহমান,ফ্যাক্টরী ম্যানেজার, রোরাস এগ্রো ফার্মা প্রমুখ।
র্যালি শেষে সাভার মডেল থানা পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়।