শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার চোপিনগর ইউনিয়নের দড়িকুল্লা গ্রামে মোবাইল কোর্টে ০৪ টি ফিক্সড ইঞ্জিন(খড়া জাল) অপসারণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান,শাজাহানপুর থানার এসআই রেজাউল করিম সহ সঙ্গীয় ফোর্স এবং উপজেলা মৎস্য অফিসের বিভিন্ন কর্মচারীগণ মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান জানান,মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা ব্যাপী আমাদের এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।