শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: পেশাজীবি সংগঠনের কল্যাণমূলশ কাজের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ দলিল লেখক সমিতির শাজাহানপুর উপজেলা শাখা। দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণের পাশাপাশি এ বছর সমিতির ১২ জন সদস্যকে ওমরাহ্ হজ্জে প্রেরণের উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি। পর্যায়ক্রমে সমিতির সকল সদস্যই ওমরাহ্ পালনের সুযোগ পাবেন বলে সংগঠন সূত্রে জানা গেছে।
শনিবার সমিতির উদ্যোগে আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওমরাহ্ যাত্রীদের হাতে লিভানা গ্রুপের ভিসা ও বিমানের টিকিট তুলে দেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু।
সংগঠনের সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রিয় যুগ্ম-মহাসচিব মহিদুল হক, সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজের অধ্যক্ষ এএইচএম শফিকুত তারিক, বগুড়া জেলা দলিল লেখক সমিতির সভাপতি মোকছেদুল আলম রোজী, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম টুকু, ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু, আব্দুল্লাহ্ আল ফারুক, লিভানা হজ্জ গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের।
উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ও এএসএম ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও অংশ নেন মাওলানা ছাইফুল ইসলাম, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, উপজেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক আলীমদ্দিন, যুগ্ম-আহ্বায়ক বাদশা আলমগীর, আসাদুজ্জামান লিটন, মেজবাউল আলম, আলমগীর হোসেন, ইনছান আলী প্রমুখ।