এগ্রিলাইফ২৪ ডটকম: অদ্য ২০ অক্টোবর বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের ৩৪ তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর সভাপতি ড. মো: হেমায়েতুল ইসলাম আরিফের সভাপতিত্বে বরেন্দ্র অঞ্চলে পানির নাব্যতা ও পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনের ভূমিকা বিষয়ে আলোচনা করেন রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো: শরিফুল হক।
এছাড়া বিশ্ব পোলিও দিবস উপলক্ষে আলোচনা করেন রা.বি. ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেন অনুষদের ডীন রোটারিয়ান প্রফেসর ড. মো: জালাল উদ্দিন সরদার। অতপর রোটারি ক্লাব অব ঢাকা ডাউন টাউন এর যৌথ উদ্যোগে থ্যালাসেমিয়া রোগির অভিভাবককে এক কালীন সহযোগীতা প্রদান করা হয়।
এই অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ারের দায়িত্ব পালন করেন রোটারিয়ান ইঞ্জিনিয়ার শরিফুল হক। রোটারি প্রত্যয় পাঠ করেন রোটারিয়ান আতিকুর রহমান, শুভেচ্ছা বক্তব্য দেন রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান আইপিপি হাসিবুল হাসান নান্নু, রোটারিয়ান খাজা খালেদ লিজার, রোটারিয়ান চৌধুরী মুখলেসুর রহমান, রোটারিয়ান এ.কে. রেজ্জাকুল আহমেদ, রোটারিয়ান মো: মোহসিন আলী, রোটারিয়ান ড. মো: গোলাম মাওলা। এছাড়া ফারমারলি এর উদ্যোক্তা রোটারি ক্লাবের সদস্যদের নিরাপদ খাদ্য গ্রহন বিষয়ে বক্তব্য প্রদান করেন ও এই প্লাটফর্ম ব্যবহারে ১০% ছাড়ের ঘোষনা প্রদান করেন।