এগ্রিলাইফ২৪ ডটকম: এসিআই এনিমেল জেনেটিক্স এর আয়োজনে শুরু হল অনলাইন প্রোজেনী পারফরমেন্স ভিডিও আপলোড কম্পিটিশান'২৩। আপনিও এ প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নিতে পারেন এসিআই এনিমেল জেনেটিক্স এর পক্ষ থেকে আকর্ষনীয় উপহার।
এজন আপনাকে যা যা করতে হবে:
১. আপনার খামারে এসিআই এর সিমেনে উৎপাদিত বকনা বাছুর যে নিজেই এখন মা হয়েছে এবং দুধ উৎপাদন করছে, সেরকম গাভির সুন্দর ভিডিও আপলোড করতে হবে। এই গাভির মায়ের ছবিও যাতে ভিডিওতে আসে সেটা নিশ্চিত করতে হবে। খামারিকে অবশ্যই ভিডিও করার সময় নিম্নোক্ত তথ্যগুলো মুখে বলতে হবে এবং উক্ত ভিডিও আমাদের এই গ্রুপে আপলোড করতে হবে।
২. যেসকল তথ্য থাকা আবশ্যক
ক.রেকর্ড বই এর তথ্য (রেকর্ড বই এর পাতা বা সিমেনের কাঠি দেখাতে হবে)।
খ.এসিআই-এর কোন বুলের সিমেন দ্বারা উৎপাদিত ঐ গাভিটি, সে বুলের নাম এবং নম্বর বলতে হবে।
গ.বকনা যেটি গাভি হয়েছে তার বর্তমান বয়স এবং কত বছর বয়সে সে বাচ্চা প্রসব করেছে?
ঘ.এই গাভিটির মা কোন জাতের ছিলো এবং সে কত লিটার দুধ দিত?
ঙ.খামারির গ্রাম, ইউনিয়ন, থানা, জেলা এবং মোবাইল নম্বর?
চ.নিজের ফ্রেন্ড লিস্ট এর অন্তত ৩০ জনকে এই গ্রুপে এবং এই লিংকে https://www.facebook.com/profile.php?id=61550909632596... জয়েন করার জন্য ইনভাইট করতে হবে।
যেই ভিডিওতে উপরের সব গুলো তথ্য ঠিকভাবে পাওয়া যাবে এবং সব থেকে বেশি লাইক, রিয়্যাক্ট ও কমেন্ট পাওয়া যাবে তাদের ভেতর থেকে মোট ৩ জনকে বিজয়ী ঘোষনা করা হবে। এছাড়াও উক্ত ৩খামারিদের বাড়িতে গিয়ে আমরা তাদের সাকসেস স্টোরি ভিডিও স্যুট করবো এবং যা আমাদের অফিসিয়াল গ্রুপে আপলোড করা হবে।
কম্পিটিশান এর সময়: ০৭/১১/২০২৩ থেকে ১০/১১/২০২৩ রাত ১১.৫৯ পর্যন্ত।