রাজধানী প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে "৫ম আহকাব আন্তর্জাতিক মেলা ২০২৩”। বাংলাদেশে এ্যানিমেল হেল্থ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) ৫ম বারের মতো আন্তর্জাতিক মেলা আয়োজন করতে যাচ্ছে। ইন্টারন্যাশানাল কনভেনশন সিটি বসুন্ধরা, ঢাকায় ৩ দিনের এই মেলা সকাল ১০:৩০ ঘটিকায় উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি।
মেলায় দেশী-বিদেশী মিলিয়ে ২১৫ টি কোম্পানীর ৫৮০টি ষ্টল রয়েছে। নিম্নে ৩নং হলে এক্সিবিটর কোম্পানীদের নাম অবস্থান, স্টল নং, যোগাযোগের মোবাইল নং দেয়া হইল:
মেলায় বাংলাদেশ, চীন, মিশর, জার্মানী, ভারত, পোল্যান্ড, দক্ষিন কোরিয়া, রোমানিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনামসহ অন্যান্য দেশের জাতীয় ও আন্তর্জাাতিক অঙ্গনে খ্যাতনামা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে এবং এ্যানিমেল হেল্থ সেক্টরে ব্যবহৃত বিভিন্ন পণ্য ও উপকরনাদি উপস্থাপন করা হবে।