এগ্রিলাইফ২৪ ডটকম: প্রাণী কোষে সর্বোচ্চ পুষ্টি নিশ্চিতকরণে অত্যন্ত কার্যকরী উপাদান (Butaphosphan & Cyanocobalamin) সমন্বয়ের একটি পণ্য BPSOL (Vet) বাজারে নিয়ে এসেছে সিনিল ফার্মা। পণ্যটি ইতিমধ্যে মাঠ পর্যায়ে খামারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানালেন কোম্পানীর জেনারেল ম্যানেজার, সেলস & মার্কেটিং ডা. তাপস কুমার ঘোষ।
বিপিসলের গুনাগুণ সম্পর্কে তিনি বলেন এটি মাংস, দুধ এবং ডিমের উৎপাদন ও গুনাগুন বৃদ্ধি ছাড়াও ফ্যাট, প্রোটিন, কার্বহাইড্রেটের মেটাবলিজম বৃদ্ধিতে ব্যাপক কার্যকর। এছাড়া লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি, খাদ্যের এফ.সি.আর, তাপ ও রোগজনিত ধকল প্রতিরোধ,প্রাণীর ক্ষুধা বৃদ্ধি, পোল্ট্রির ক্যানাবলিজম প্রতিরোধে কার্যকর একটি সলিউশন। ফার্টিলিটির উন্নতিতে ও হ্যাচাবিলিটি বৃদ্ধিতে এটি খামারীদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে বলে জানান ডা. তাপস।
বিস্তারিত জানতে সিনিল ফার্মার বুথে :৭০-৭৩, হল-২, এ যোগাযোগ (০১৯৬৮-৮৯৫৫০০) করা যাবে।