এগ্রিলাইফ২৪ ডটকম: নিরাপদ ডিম ও ব্রয়লার মাংস উৎপাদনে পোল্ট্রি খামারীদের প্রয়োজন নিরাপদ নিউট্রিশনাল ফিড এডিটিভস্। সে ধরনের পণ্যই খামারীদের কাছে পৌছে দেবার জন্য কাজ করছে ন্যাচার কেয়ার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি লিমিটেড। এর পাশাপাশি খামারিরা যাতে এধরনের পণ্য ব্যবহার করে সাশ্রয়ীভাবে ডিম ও ব্রয়লার উৎপাদন করতে পারে সেটিই তাদের অন্যতম লক্ষ ৷
"EggXtra" নামেই যার পরিচয়, নাম দেখেই বোঝা যায় এটা ডিমের উৎপাদনশীলতার বাড়ার পাশাপাশি গুণগতমানের ডিম উৎপাদনে কার্যকর একটি নিউট্রিশনাল পণ্য। মেলায় এর বিশেষত্ব জানালেন ভেটেরিনারি কনসালটেন্ট ড. মোহাম্মদ আলী। "Volamel" একটি ইমালসিফায়ার যা নিরাপদ ও মানসম্পন্ন ব্রয়লার উৎপাদন কার্যকরী ভূমিকা রাখে জানালেন ডিজিএম মো. জাহিদুল ইসলাম।
কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর জয়ন্ত কুমার দেব বলেন, ন্যাচার কেয়ার সবসময় খামারিবান্ধব পণ্য বিপণন করছে। আগামীতে তাদের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।
ন্যাচার কেয়ার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি লিমিটেড, হল নং২- বুথ ৫১-৫২