এগ্রিলাইফ২৪ ডটকম প্রতিবেদক:আমেরিকার বিখ্যাত ফিড অ্যাডিটিভস প্রস্তুতকারক কোম্পানি Bentoli Inc. USA এর তৈরি Rumicell® বাংলাদেশের ডেইরী ও গবাদিপশু মোটাতাজাকরন শিল্পে রিটেইল পর্যায়ে বাজারজাত শুরু হয়েছে। পণ্যটি আমদানি করছে আর.এক্স নিউট্রিভেট লি. ও খুচরা পর্যায়ে Rumicell® বাজারজাত করছে বোনাফাইড এগ্রোভেট লিমিটেড। অসাধারণ গুণাগুণ সম্পন্ন কমপ্লিট মাইক্রোবিয়াল সলিউশন Rumicell® নিরাপদ দুধ ও মাংস উৎপাদনে খামারী ও ভোক্তাদের মাঝে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজধানী প্রতিনিধি: আগামী দিনের কৃষিজপণ্য উৎপাদনে এসিআই ফার্টিলাইজার-এর পণ্যগুলি একটি মাইলফলক হিসেবে কাজ করবে। আগামী দিনের ফার্টিলাইজার শিল্পের কথা চিন্তা করে কৃষক ও বাগানীদের জন্য NPK combo, Silica Tab, Bio Organic Fertilizer-এর মতো পণ্য নিয়ে কাজ করছে। ফল-ফসল ও সবজি বৃদ্ধির সময় যে সমস্ত নিউট্রেশনের প্রয়োজন হয় তার সবকিছুই কৃষকদের মাঝে নিশ্চিত করছে এসিআই ফার্টিলাইজার।
রাজধানী প্রতিনিধি:পোল্টি, ডেইরি এবং ফিশ ফার্মিংয়ে অগ্রগামী থাকতে হলে প্রয়োজন ইনোভেটিভ ট্যুলস্ এন্ড টেকনোলজি। বর্তমান সময়ে প্রাণী সম্পদ সেক্টরের যে অভাবনীয় উন্নয়ন ঘটেছে এর মূলে রয়েছে আধুনিক কারিগরি প্রযুক্তির সফল প্রয়োগ। দেশের শীর্ষস্থানীয় এনিমেল হেলথ কোম্পানি এসিআই এনিম্যাল হেলথ্ সময়ের সেরা প্রযুক্তিগুলি খামারি ও উদ্যোক্তাদের মাঝে সঠিক সময়ে পৌঁছে দিচ্ছে।
রাজধানী প্রতিনিধি: এসিআই গোদরেজ এগ্রোভেট লিমিটেড, উন্নতমানের ক্যাটেল ফিড-এর পাশাপাশি ফিস ফিড ও পোল্ট্রি ফিড সরবরাহের মাধ্যমে খামারীদের মাঝে সেবা দিয়ে যাচ্ছে। তাদের একদিন বয়সী মুরগির বাচ্চাও যথেষ্ট সুনামের অধিকারী। ভাসমান ফিডের পাশাপাশি মাছের ডুবন্ত খাবার এবং চিংড়ির খাবারের জন্য তারা বেশ খ্যাতি অর্জন করেছে। ক্যাটেল ফিড উৎপাদন এবং বাজারজাতকরণেও তারা দেশের শীর্ষ অবস্থানে অবস্থান করছে। এছাড়াও ফিশ ফিড উৎপাদন ও বাজারজাতকণে তারা শীর্ষ কোম্পানিগুলির তালিকায় চলে এসেছে বলে জানান তারা।
রাজধানী প্রতিনিধি:ফসলে ভালো ফলন পেতে হতে গেলে প্রথমে প্রয়োজন ভালো বীজ। কৃষকরা সব সময় সঠিক বীজের বিষয়গুলিকে অধিক গুরুত্ব দিয়ে থাকেন। অল্প খরচে কৃষকরা যেন উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে আর্থিকভাবে লাভবান হতে পারেন এসিআই সীড বিষয়টির উপর অধিক গুরুত্ব দিয়ে থাকে। সেলক্ষে এসিআই সীড- রাইস জেনেটিক্স, ভেজিটেবল জেনেটিক্স, মলিকুলার জেনেটিক্স সহ কৃষকের জন্য যা যা করা দরকার সবকিছুই করছে ।
রাজধানী প্রতিনিধি:কৃষকের যত্নে সর্বদাই সজাগ থাকে এসিআই ক্রপ কেয়ার। টোটাল ক্রপ কেয়ার সলিউশন দিয়ে এসিআই সকলের পাশে সবসময় সদা ব্যস্ত থাকে। বীজ থেকে শুরু করে সার ক্রপস্ কেয়ার পণ্য কমপ্লিট ক্রপ কেয়ার সলিউশন দিয়ে থাকে কোম্পানিটি। বলতে গেলে এসিআই ক্রপ কেয়ার একটি কমপ্লিট ক্রপ কেয়ার সলিউশন। এগ্রোকেমিক্যাল এর পাশাপাশি তাদের বোটানিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল প্রোডাক্টগুলো প্রদর্শিত হচ্ছে তেজগাঁও-এর এসিআই সেন্টারে এসিআই এগ্রি বিজনেস আয়োজিত এক ব্যতিক্রমধর্মী প্রদর্শনীতে।