এগ্রিলাইফ২৪ ডটকম: কক্সবাজার সদর ও রামু উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিরাপদ পোল্ট্রিজাত পণ্য, হালাল ও হাইজেনিক পোল্ট্রি চেইন শপ উন্নয়নে কাজ করছে কোস্ট ফাউন্ডেশন। এ লক্ষে সংস্থাটি RMTP পোল্ট্রি প্রকল্পের আওতায় এ-গ্রেডের একদিনের বাচ্চা, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এলএসপি ট্রেনিং, ভ্যাকসিন হাব ও ডিম সংগ্রহকারীদের লজিস্টিক সহায়তা করছে।
এসব কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়নের লক্ষে সম্প্রতি উদ্যোক্তাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করেন কোস্ট ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক জনাব মোহাম্মদ আবু নাঈম । এ সময় প্রকল্পের অন্যন্য স্টাফগণ উপস্থিত ছিলেন। উক্ত প্রোগ্রামে কক্সবাজার সদর ও রামুর বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।
এ-গ্রেডের একদিনের বাচ্চা দেওয়ার মাধ্যমে নিরাপদ মাংস উৎপাদন হবে এবং ভ্যাকসিন হাব উন্নয়নের ফলে প্রান্ত্রিক খামারিরা খুব সহজে টিকাগুলো পাবে । অন্যদিকে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এলএসপি ট্রেনিং নেওয়ার মাধ্যমে নতুন নতুন এলএসপি তৈরি হবে, সর্বোপরি উদ্যোক্তাগণ লাভবান হবেন।
কক্সবাজার সদর ও রামু উপজেলার বিভিন্ন ইউনিয়নে উক্ত কাজগুলো চলমান রয়েছে।