এগ্রিলাইফ২৪ ডটকম: বগুড়ায় চিকেন মডেল কুপ পদ্ধতিতে উৎপাদিত শতভাগ বিশুদ্ধ দেশি মুরগি বিক্রয় করছেন বগুড়া জেলার সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের নারী উদ্যোক্তা পলি বেগম। ইতিমধ্যেই তাঁর এ কার্যক্রম এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত আরএমটিপি-পোল্ট্রি প্রকল্পের সার্বিক দিক নির্দেশনায় চিকেন মডেল কুপ পদ্ধতিতে দেশি মুরগী পালন মুরগি পালন করছেন তিনি।
বর্তমানে তার খামারে বিক্রয়ের জন্য রেডি আছে ১০ দিন বয়সী মুরগির বাচ্চা ১৪০ টি, ৩০ দিন বয়সি মুরগির বাচ্চা ২৫০ টি এবং ৪ মাস বয়সী মুরগি ৬০ টি। আগামী ১১ জানুয়ারি'২৪ তারিখে ২৮৫টি বাচ্চা হ্যাচিং এ বের হবে বলে জানান নারী উদ্যোক্তা পলি বেগম।
শতভাগ দেশি মুরগী বাচ্চা পেতে যোগাযোগ করুনঃ ০১৭০৪-২৪৬৫৩৮