"আধুনিক প্রযুক্তি, মাছ চাষে আনবে সমৃদ্ধি"

বিশেষ প্রতিবেদক: মাছ উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজন স্মার্ট প্রযুক্তি। আধুনিক বিশ্বের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে চাইলে অবশ্যই মাছ চাষে সংশ্লিস্টদের মাছ চাষের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। সবচেয়ে মূল কথা হলো কম খরচে মাছের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। প্রান্তিক পর্যায়ে সম্প্রসারিত করতে হবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাছের চাষাবাদ। দেশের অন্যতম শীর্ষস্থানীয় এনিমেল হেলথ কোম্পানি এসিআই এনিমেল হেলথ-এর একুয়াকালচার ডিভিশন প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষের আধুনিক প্রযুক্তি গুলি সম্প্রসারিত করতে নানা রকম উদ্যোগ নিয়েছে।

এরই ধারাবাহিকতায় অতি সম্প্রতি কোম্পানিটির একুয়াকালচার ডিভিশনের কারিগরি বিশেষজ্ঞরা ময়মনসিংহের গফরগাঁও, ঈশ্বরগঞ্জ, মুক্তাগাছা, তারাকান্দা, নেত্রকোনার পূর্বধলায় পাঁচটি কারিগরি কর্মশালার আয়োজন করে।মূলত মাছ চাষে ব্রুড ফিসের যত্নের সচেতনতা তৈরি করতে তাদের এই আয়োজন।

এ প্রসঙ্গে কৃষিবিদ মেহেদী ইসলাম মার্কেটিং ম্যানেজার (একুয়া কালচার) বলেন, মানুষের সন্তান জন্মানোর আগে মাকে যেমন যত্নআত্তি করতে হয় যাতে সুস্থ সবল সন্তান ভূমিষ্ঠ হয় তেমনি ভালো মাছে মানে সুস্থ সবার পোনা উৎপাদন করতে হলে অবশ্যই ব্রুড মাছকে সঠিকভাবে লালন পালন করতে হবে। এ সময় তারা একোয়াকালচার ডিভিশন কর্তৃক বাজারজাতকৃতআধুনিক প্রযুক্তি পণ্য আইজি বুস্ট, ওভূহোম, এসিলিনা সহ বিভিন্ন পণ্যের গুনাগুন বিবৃত করেন।

মাছ চাষে সফলতা ধরে রাখতে হবে। তাতে মাছ চাষী, ব্যবসায়ী, ভোক্তা সব পক্ষই লাভবান হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বিজ্ঞানসম্মতভাবে মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে দেশে এর আরও বড় সাফল্য রচিত হবে বলে মনে করেন সুধীজনেরা।