রাজধানী প্রতিনিধি: রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হচ্ছে পোলট্রি শো তথা প্রদর্শনী। আর এতে নিরাপদ প্রোল্ট্রি পণ্যের সেবা নিয়ে হাজির হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্-এর এগ্রোভেট ডিভিশন। ১ নং হলের মেজ্জানিন ফ্লোরে তাদের এ স্টলের অবস্থান। স্কয়ারের পণ্য ও সেবা সম্পর্কে জানতে তারা খামারী ও দর্শনার্থীদের স্বাগত জানিয়েছেন। আগামী ১৮ মার্চ শনিবার পর্যন্ত তাদের এ প্রদর্শনী চলবে।
স্কয়ার এগ্রোভেট এ্যান্ড ক্রপ কেয়ারের জেনারেল ম্যানেজার জয়ন্ত দত্ত গুপ্ত জানান, নিরাপদ ব্রয়লার ও ডিম উৎপাদন করার মাধ্যমে পোল্ট্রি সেক্টরে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করা ও প্রতিটি মানুষের কাছে নিরাপদ পোল্ট্রি পণ্য পৌঁছে দেওয়ায় আমাদের মূল চ্যালেঞ্জ। তাদের প্রতিষ্ঠান শুরু থেকেই সে কাজটি করছে স্কয়ার এগ্রোভেট।
মেলায় নতুন পন্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মুরগীর শ্বাসকষ্টের জন্য Aromax Liquid নামের একটি পণ্য রয়েছে, যা খুবই কার্যকরী পণ্য। এছাড়াও Two plus, D Balana vet, Respirion সহ বিভিন্ন পণ্য আমরা খামারীদের জন্য প্রদর্শন করছি।