ধান কেটে কৃষকের ঘরে তুলে দিল ঢাকা আইন জেলা ছাত্রলীগ

এগ্রিলাইফ২৪ ডটকম: কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন ঢাকা আইন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা জেলার আশুলিয়া থানা জিরাবো গ্রামে এক বিঘা জমির ধান কাটেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ঢাকা আইন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম সাচ্ছু আহমেদ।

ঢাকা আইন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম সাচ্ছু আহমেদ জানান, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এর আহবানে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়া হয়েছে।

কৃষক মহসিন মিয়া বলেন, আমার পাকা ধান কাটতে শ্রমিকের মজুরি লাগতো। ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে দিয়েছে বিনামূল্যে। এতে আমার অনেক উপকার হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

এতে অংশগ্রহণ করেন ঢাকা আইন জেলা ছাত্রলীগ নেতা শেখ জামাল হোসেন ,মারুফ হোসেন বঙ্গবন্ধু ল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাশ তালুকদার নবসহ বিভিন্ন ল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এর আগে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, বাংলার ছাত্র সমাজের নির্ভরতার একমাত্র ঠিকানা, স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহীদের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দেশের তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে- চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তারা যেন নিরবচ্ছিন্ন, নিরলস ভূমিকা পালন করে। অতীতের ন্যায় এ বছরও ছাত্রলীগের নেতা-কর্মীরা ধান কেটে কৃষকের কাছের বন্ধুতে পরিণত হবে, এটিই সংকল্প।