ফরিদপুরে শ্রেষ্ঠ তেল উৎপাদনকারী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়

আসাদুল্লাহ: ২০২২- ২৩ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের আয়োজনে আজ ৬ জুন ২০২৩ মঙ্গলবার সকাল ১০টায় ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজ এর অডিটোরিয়ামে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, কৃষিবিদ জনাব এ কে এম হাসিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চল ফরিদপুরের অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ জনাব মোঃ হারুন-অর-রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পরিচালক বলেন- বর্তমান সরকার কৃষি বান্ধব। কৃষকের বাড়ি হবে বাগান বাড়ির মতো যাতে করে নিজেদের উৎপাদিত ফসল আমরা নিজেরা খেতে পারি। সেই সাথে আমাদেরকে তেল জাতীয় ফসল উৎপাদন বাড়াতে হবে। ভালো ফসল উৎপাদন করতে আমাদের ভালো মানের বীজ ব্যবহার করতে হবে। সঠিক সময় সঠিক পরিমান সার ব্যবহার করবো এতে করে আমাদের টাকা অপচয় কম, ভালো ফসল, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। আমরা কৃষি বিভাগ কৃষকের সাথে আছি এবং সব সময় থাকবো।

এছাড়া বিশেষ অতিথির মাঝে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক, কৃষিবিদ জনাব মোঃ জিয়াউল হক; বিএডিসি বীজ, উপপরিচালক, জনাব সৈয়দ কামরুল হক; বাংলাদেশ কৃষি গবেষনা ফরিদপুরের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. সেলিম আহমেদ; জেলা বীজ প্রত্যয়ন অফিসার, জনাব মোঃ জাহিদুল আলম; তেল বীজ প্রকল্পের মনিটরিং অফিসার, জনাব মোঃ সাখাওয়াত হোসেন। এছাড়াও কৃষক প্রতিনিধিগন বক্তব্য রাখেন।

প্রধান অতিথি জেলার শ্রেষ্ঠ তেল উৎপাদনকারী ৫জন কৃষকের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং ১২৫জন কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।