পিরোজপুরের নেছারাবাদে কৃষকের সাথে উঠান বৈঠক

নাহিদ বিন রফিক (বরিশাল): পিরোজপুরের নেছারাবাদে কৃষকের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ১১ জুন বিকেলে উপজেলার কৃষ্ণকাঠিতে কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেছারাবাদের উপজেলা কৃষি অফিসার চপল কৃষ্ণ নাথ। বিশেষ অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের প্রভাষক মো. জাহিদ আল মামুন, উপসহকারি কৃষি অফিসার গোলেনুর, কৃষ্ণকাঠিতে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সভাপতি মো. ছালেকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ই.কৃষি সেবা এখন কৃষকের দ্বারপ্রান্তে। এর মাধ্যমে ঘরে বসেই তারা ফসলের আধুনিক জাত এবং উন্নত প্রযুক্তি সম্পর্কে জানতে পারছেন। পাশাপাশি রোগপোকা দমন এবং অন্যান্য সমস্যাগুলো সহজেই সমাধান হচ্ছে। ফলে শস্যউৎপাদন বাড়ছে আশানুরুপ। এতে কৃষকরা যথেষ্ট লাভবান হচ্ছেন। তাদের জীবনমানেরও উন্নয়ন হচ্ছে।

অনুষ্ঠানে বিদ্যমান কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রসমূহ শক্তিশালীকরণের মাধ্যমে ই. কৃষি বিস্তার কর্মসূিচর আওতাধীন ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। এর আগে সকালে উপজেলার সেহাংগলে অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।