এগ্রিলাইফ২৪ ডটকম: জয়পুরহাট অঞ্চলে বাণিজ্যিক পোল্ট্রি খামারে ইনব্রিডিং সমস্যার সমাধান এবং সোনালি মুরগির জাত সংরক্ষণ ও সম্প্রসারণে পিওর সোনালী জাতের বাচ্চা বিতরণ করেছে জাকস ফাউন্ডেশন। ইফাদ ও পিকেএসএফ-এর অর্থায়নে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এ উপলক্ষে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক জনাব মোঃ আবুল বাশার, পরিচালক জনাব মোঃ রফিকুল ইসলাম, উপ-পরিচালক (নিরীক্ষা) জনাব মোঃ আফতাব আলী, উপ-পরিচালক (অর্থ ও হিসাব) জনাব মোঃ খোরশেদ আলম, উপ-পরিচালক (প্রোগ্রাম) জনাব মোঃ ওবায়দুল ইসলাম এবং প্রকল্প ব্যবস্থাপক ডাঃ মোঃ জহুর আলী প্রমুখ।
উল্লেখ্য Rural Microenterprise Transformation Project (RMTP)-এর অধীন নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্য উৎপাদনে জাকস ফাউন্ডেশন-এর এ দরনের কার্যক্রম বানিজ্যিক সোনালী মুরগির খামারীদের জন্য সুফল বয়ে আনবে বলে বলে আশা ব্যক্ত করেন জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক জনাব মোঃ আবুল বাশার।