বগুড়ার কাহালুতে খামারীদের মাঝে বিশুদ্ধ জাতের সোনালী মুরগির বাচ্চা সরবরাহ করছে গাক

এগ্রিলাইফ২৪ ডটকম: গতকাল (১০ অক্টোবর) বগুড়া জেলার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের শিকড় গ্রামে ৯জন খামারীদের মাঝে নারিশ পোল্ট্রির বিশুদ্ধ জাতের গুণগত মানের ১দিন বয়সী সোনালী মুরগির বাচ্চা সরবরাহ সম্পন্ন করেছে গাক। আরএমটিপি-পোল্ট্রি প্রকল্প-এর আওতায় এ কার্যক্রমটি সম্পন্ন করা হচ্ছে বলে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃপক্ষ জানিয়েছে। কারিগরি সহযোগিতায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং আর্থিক সহযোগিতা করছে ইফাদ।

উল্লেখ্য যে, নারিশ পোল্ট্রির বাণিজ্যিকভাবে সোনালী মুরগির বাচ্চা খামারীদের মাঝ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গাক এর উদোগে আরএমটিপি-পোল্ট্রি প্রকল্পের আওয়তায় পিকেএসএফ এর কারিগরি সহযোগিতায় নারিশ-এর মাধ্যমে বিশুদ্ধ জাতের ১দিন বয়সী সোনালী মুরগির বাচ্চা খামারীদের মাঝে সরবরাহ চলমান রয়েছে বলে জানা গেছে।