এগ্রিলাইফ২৪ ডটকম: দেশে বর্তমানে দৈনিক ২০ লিটার দুধ উৎপাদনক্ষম গাভীর সংখ্যা বিশ লাখের উপর আর ১০ লিটার দুধ উৎপাদন ক্ষম গাভীর সংখ্যা ১৫ থেকে ১৬ লাখের মধ্যে। নতুন প্রজন্সের ডেইরি উদ্যোক্তাদের দুধ ও মাংস উৎপাদনের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানোই এসিআই এনিমেল জেনেটিক্সের মূল লক্ষ্য। এ লক্ষে বগুড়ায় আজ থেকে শুরু হওয়া দুইদিন ব্যাপী ‘বিডিএফএ উত্তরবঙ্গ গরু মেলা’-তে প্রজেনী প্রদর্শন করছে এসিআই এনিমেল জেনেটিক্স।
বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) আয়োজনে জেলার টিএমএসএস বিনোদন পার্কে তাদের স্টলে খামারিদের মাঝে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। খামারীরা যাতে সঠিক টেকনোলজি ব্যবহার করে ডেইরি খামারের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারেন বিশেষ করে জাত উন্নয়নের মাধ্যমে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি -এর মূল উদ্দেশ্য বলে এগ্রিলাইফকে জানান এসিআই এনিমেল জেনেটিক্সের বিজনেস ডিরেক্টর মোজাফফর উদ্দিন আহমেদ।
মোজাফফর উদ্দিন আরো বলেন, বর্তমান সময়ে খামারিদের এমন জাত ব্যবহার করা দরকার যাতে দুধ এবং মাংসের উৎপাদন বৃদ্ধি পায়। কর্মসংস্থান সৃষ্টি এসিআই-এর অন্যতম লক্ষ বলে মনে করেন তিনি।