নেত্রকোনার প্রত্যন্ত অঞ্চলের সফল নারী উদ্যোক্তা রেখা আক্তার

এগ্রিলাইফ২৪ ডটকম: নেত্রকোনা জেলার কেগাতী ইউনিয়নের রেখা আক্তার বয়স ৩৩বছর জৈব সার কারখানা করে একজন সফল উদ্যোক্তা হিসাবে পরিচিতি লাভ করেছেন। রেখা আক্তার বর্তমানে একজন সফল উদ্যোক্তা হলেও তার আগের অবস্থান ছিল খুবই নাজুক ।

রেখা আক্তার ছিল খুব গরীব মায়ের সন্তান। ছোট বেলা থেকে স্বপ্ন ছিল একজন উদ্যোক্তা হবেন কিন্তু সেভাবে বেড়ে উঠতে পারেন নাই। তার বিয়ে হয়েছিল গরীব ঘরে। রেখা আক্তার কৃষি উপর নির্ভরশীল ছিলেন। তার আর্থিক অবস্থা দেখে ”দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র”ডিএসকে”নামক সংস্থার কর্মকর্তারা জৈব সার কারখানা জন্য উৎসাহিত করেন । এর পরে আর এম টি পি প্রকল্প সহযোগিতায় জৈব সার কারখানার কাজ শুরু করেন ।

রেখা আক্তার আগে একা কাজ করতেন । কিন্তু জৈব সার উৎপন্ন হওয়ার পর ,এখন জৈব সার কারখানায় পাঁচজন শ্রমিক কাজ করেন। জৈব সার কারখানা থেকে ৪৫ দিন পর ১০ টন সার উৎপাদন হচ্ছে বলে জানান তিনি । এখন ছোট ছোট বস্তা করে জৈব সার বিক্রয় করে অনেক লাভবান হচ্ছেন রেখা আক্তার।

এলাকাং তার দেখাদেখি আরও দুজন উদ্যোক্তা তৈরি হয়েছে।