রাজধানী প্রতিনিধি: ফ্রেশ ফিড পরিবারে সংযোজিত হয়েছে স্পেশাল মাইক্রো ফিস ফিড (০.৫-০.৮ মিলিমিটার)। সকল প্রকার মাছের জন্য উপযোগী করে উৎপাদিত বিশেষায়িত ফ্লোটিং এ মাছের খাবারটি ইতিমধ্যেই দেশের সকল প্রান্তের মৎস্য চাষীদের নিকট গ্রহণযোগ্যতা পেয়েছে।
অয়েল কোটেড এ মাইক্রো ফিড উৎপাদনে তাদের ফ্যাক্টরিতে গত বছর স্থাপিত হয়েছে FAMSUN ব্র্যান্ডের অত্যাধুনিক ফিড মিল। ঘন্টায় দশ মেট্রিক টন উৎপাদনক্ষম এ মেশিনের দ্বারা উৎপাদিত মাছের জন্য ভাসমান এ মাইক্রো ফিড সকল মৎস্য খামারিদের নিকট মৎস্য উৎপাদনে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা করেন কোম্পানির জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি বলেন অত্যন্ত উন্নত ফর্মুলায় উৎপাদিত এ খাবার ব্যবহারে মৎস্য খামারীরা আশাতীত সাফল্য পাচ্ছেন।
এ খাবারটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন কোম্পানির সিনিয়র এজিএম ডা. মোঃ মাহফুজুর রহমান এবং এজিএম ইব্রাহিম সরকার। বিশেষায়িত এ খাবারটি সহ মৎস্য চাষের যে কোনো পরামর্শের জন্য তাদের কাস্টমার কেয়ার (০১৩২৪-৪৩৬৫৪৫, ০১৮৯৪-৯২১৯৫৬, ০১৭১৩-০১৫৮৪৪) নম্বরে যোগাযোগ করা যাবে বলে জানান কোম্পানীর কাস্টমার কেয়ারের কর্মকর্তারা।