
বিশেষ প্রতিনিধি: "ফ্লোরা লাকি কুপন ড্র সিজন ০৪"-এ প্রথম পুরস্কার ১২৫ সিসি হিরো মোটর সাইকেল জিতে নিলেন বরিশাল রিজিয়নের বরগুনা টেরিটরির ১ নং ণলটোনা, বাবুগঞ্জে অবস্থিত মেসার্স খন্দকার ট্রেডার্স-এর মো: মাসুদ রানা (কুপন নং- ০৩৭৪৩)। গত ১৩ই ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার ঢাকায় অবস্থিত এসিআই সেন্টারে ১ম সেমিস্টার অর্থবছর ২০২৩-২৪ইং এ সর্বোচ্চ ফ্লোরা বিক্রয় ও মূল্য পরিশোধকারী পরিবেশকদের নিয়ে এ প্রতিযোগিতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অত্যন্ত প্রাণবন্ত এবং উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই ফর্মুলেশনস লিমিটেড-এর চিফ অপারেটিং অফিসার ড. মোঃ মুক্তার আহমেদ সরকার, সিনিয়র জেনারেল ম্যানেজার (প্রোডাক্ট ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স) মি. সুবীর চৌধুরী, দেবী ক্রপ সাইন্স-এর ডিরেক্টর মি. উত্তম তিনচন্দ্রান, এসিআই ক্রপ কেয়ার এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোঃ আব্দুর রহমান, জেনারেল ম্যানেজার (সেলস) মোঃ হুমায়ুন কবির, ফ্লোরার ম্যানেজার আবু বক্কর সিদ্দীক এবং মার্কেটিং ও সেলস সাপোর্ট টিমের সকল কর্মকর্তবৃন্দ।
ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতায় আয়োজিত "ফ্লোরা লাকী কুপন ড্র" সিজন-৪-এর ফ্লোরা-এর ২য় পুরস্কার ছিল মোট ২টি ওয়ালটন এসি। পুরস্কার ২টি জিতেছেন যথাক্রমে দিনাজপুর বিরল টেরিটরির মঙ্গল বাজারের ইয়াসিন আলী ট্রেডার্স-এর মো: ইয়াসিন আলী (কুপন নং- ০৩৮৪৪) ও চট্রগ্রামের চকরিয়া টেরিটরির ভেন্ডিবাজারের মেসার্স আঁখি এন্টারপ্রাইজ-এর মো: সাদেকুর রহমান (কুপন নং-০৪১১৫)।

৩য় পুরস্কার হিসাবে ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন জিতেছেন মোট তিনজন। তারা হলেন যথাক্রমে দিনাজপুর রিজিওনের ঠাকুরগাঁও টেরিটরির রামপুরের মেসার্স হারুন ট্রেডার্স-এর মো: ফায়জুল ইসলাম (কুপন নং ০৩৭৬৮), দিনাজপুরের রানিশংকৈল টেরিটরির থাকিঠুকি মোরের মেসার্স ভৌমিক ট্রেডার্স-এর শ্রী প্রদীপ কুমার ভৌমিক (কুপন নং- ০৩৮১৫) এবং কুষ্টিয়ার কানাইপুর টেরিটরির বিশ্বাস এন্টারপ্রাইজ-এর মো: তারেক বিশ্বাস (কুপন নং-০৪৩১৯)।
এছাড়াও লটারির মাধ্যমে সারাদেশের পরিবেশকদের মধ্যে সবমিলে ৫৫ টি পুরস্কার প্রদান প্রদান করা হয়। অনুষ্ঠানে ১২ জন পরিবেশক এর স্বশরীর উপস্থিতিতে ৫৫ জন ভাগ্যবান বিজয়ী পরিবেশককে নির্বাচন করা হয়। ফ্লোরা লাকি কুপন ড্র-সিজন ০৪ এর মোট ৭টি ক্যাটাগরিতে ৫৫টি পুরস্কার পেতে ৮০০ এর অধিক কুপন ও ৪৮৯ জন পরিবেশক মধ্যে প্রতিযোগিতা হয়েছে।

উক্ত অনুষ্ঠান জুম ও ফেসবুক লাইভ এর মাধ্যমে বাংলাদেশের প্রতন্ত অঞ্চল থেকে পরিবেশকগণ ও অফিসারবৃন্দ উপভোগ করেছেন।
পুরস্কারের মধ্যে ছিল-
১ম (১টি): হিরো গ্ল্যামার ১২৫সিসি মোটরবাইক
২য় (২টি): ওয়াল্টন ১ টন এসি
৩য় (৩টি): ৩২ইঞ্চি স্মার্ট এলইডি টেলিভিশন
৪থ (৪টি): রিফ্রিজারেটর
৫ম (৫টি): ঢাকা-কক্সবাজার/সুন্দরবন ঢাকা (৩দিন/২রাত) ভ্রমণ
৬ষ্ঠ (৬টি): রিয়েলমি স্মার্টফোন (২জিবি/৩২জিবি)
৭ম (৩৪টি): আরএফএল ক্লিক সিলিং ফ্যান



















