রাজধানী প্রতিনিধি: ১৯৮৫ সালে আরিফ বাংলাদেশ পোল্ট্রি শিল্পের সাথে জড়িত হয়। বলতে গেলে আরিফস্ বাংলাদেশ লি:-ই এদেশে পোল্ট্রি শিল্পের অন্যতম পাইওনিয়ার একটি প্রতিষ্ঠান। কেবলমাত্র ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে তারা এ শিল্পে আসেনি আরিফস্ বাংলাদেশ লি:। মানব সেবার ব্রত ও বাংলাদেশের মানুষকে সাশ্রয় মূল্যে প্রাণিজ আমিষের চাহিদা পূরণের জন্য ৯০ এর দশক থেকে দেশে পুরোদমে কাজ শুরু হয়। আর এ কাজটিতে শুরু থেকে অংশগ্রহন করতে পেরে আরিফস্ বাংলাদেশ লি: অত্যন্ত আনন্দিত।
আসছে ১২ তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার উপলক্ষে অনুভূতি জানতে চাইলে এমনটাই বলেন, আরিফস্ বাংলাদেশ লি:-এর জেনারেল ম্যানেজার প্রণয় দত্ত (অপু)। উচ্চ শিক্ষিত অনেকের কর্মসংস্থানের মাধ্যমে এ শিল্পের সাথে যুক্ত মানুষদের সম্মানিত করতে পেরেছি। আমরা মনে করি এটা আমাদের বড় একটা অর্জন বলেন প্রণয় দত্ত।
করোনার পর আবারও আয়োজন হতে যাচ্ছে পোল্ট্রি শিল্পের সবচেয়ে বড় একটি শো । এ শিল্পের সাথে যারা কাজ করেন তাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। এ শিল্পের আরো উন্নতি ও টিকিয়ে রাখতে সবাইকে কাজ করার আহবান জানান তিনি।