রাজধানীতে তিনদিনব্যাপি "Basic Course on Seed Quality Assurance" শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজধানী প্রতিনিধি: International Seed Testing Association ( ISTA) ডেলিগেটসদের সহযোগিতায় বাংলাদেশ সীড এসোসিয়েশন (BSA) এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC)-এর আয়োজনে "Basic Course on Seed Quality Assurance" শীর্ষক এক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাজধানীর গাবতলী বিএডিসি ভবনে তিনদিন ব্যাপী সরকারী, আধাসরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সীড কোম্পানির ৩০ জন বিভিন্ন সিনিয়র কর্মকর্তারদের প্রশিক্ষণে সমাপনী অধিবেশন এবং সার্টিফিকেট বিতরন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির মেম্বার ডাইরেক্টর জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বিএসএ সিনিয়র সহ সভাপতি ও কৃষিবিদ গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর জনাব ড. মোঃ আলী আফজাল।

বিএসএ সভাপতি এবং এসিআই চেয়ারম্যান আনিস উদ দৌলা-এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএসএ এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব ড. মো: আব্দুর রাজ্জাক, Massey University, New Zealand এর Senior Research Officer, Craig Robert McGill প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন বিএসএ ডাইরেক্টর ট্রেনিং জনাব মোঃ ইকবাল চৌধুরী।