এগ্রিলাইফ২৪ ডটকম: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এর নবনিযুক্ত ৫৪ জন শিক্ষক ও ১৫ জন কর্মকর্তা বছরের প্রথম দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সোমবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভূঁইয়া'র নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. অলোক কুমার পাল, ট্রেজারার অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর অধ্যাপক ড. মো: হারুন-উর-রশিদ, রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনাকে ধারণ করে আমাদের নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এই প্রত্যাশা করি।