স্মৃতি ও আবেগের জায়গা হচ্ছে অ্যালামনাই-সিকৃবি ভিসি

রাজধানী প্রতিনিধি: দেশ-বিদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশনের মতো সিকৃবি ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অ্যালামনাই এসোসিয়েশন বর্তমান ও সাবেক শিক্ষার্থীর মাঝে সেতুবন্ধনের কাজ করবে। অ্যালামনাই নামটি শুনলেই হৃদয়ে এক বিশেষ ধরনের অনুভূতি জাগে যা থেকে একে অপরের উপকার করতে পারা যায়। স্মৃতি ও আবেগের জায়গা হচ্ছে অ্যালামনাই।

রবিবার (১৬ এপ্রিল) রাজধানীর উত্তরাস্থ গ্রেট ইটারি রেস্টুরেন্টে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স এসোসিয়েশন আয়োজিত ইফতার পার্টি ও আলোচনা সভায় সব কথা বলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঁইয়া।

ডা. মো. রাফিজুল হক সিদ্দিক (সোহেল) এর সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই শীঘ্রই অনুমোদন দেয়া হবে বলে প্রধান অতিথি জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডা. খন্দকার মাজহারুল আনোয়ার শাজাহান, ডা. কাজী আবু সাঈদ, ডা. বিকাশ চন্দ্র বিশ্বাস, ডা. সৈয়দ মোস্তফা আলী শামীম, ডা. জুয়েল কাদির, ডা. বাবু, ডা. গোলাম কবির, ডা. নিশাত জামান, ডা. এসএম বায়েজিদ হোসেন, ডা. এনাম আহমদ কমল, ডা. রাশেদুল জাকির প্রমুখ।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকে ২৪ তম ব্যাচের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।