দীন মোহাম্মদ দীনু: বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে এবং গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) এর পরিচালনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী ০৭ মে ২০২৩ রবিবার সকাল ১০টায় জিটিআই শ্রেণী কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিটিআই এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. হারুন-অর-রশিদ, রজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ অলিউল্লাহ এবং ট্রেজারার মোঃ রাকিব উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, দক্ষতা অর্জনে প্রশিক্ষণের কোন বিকল্প নাই। প্রশিক্ষণ মানুষকে নিয়মানুবর্তিতা শেখায়, দক্ষ সম্পদ হিসেবে গড়ে তোলে।
এসময় প্রফেসর ড. আব্দুল হালিম তাঁর বক্তব্যে জিটিআই এর বর্ণাঢ্য ইতিহাস তুলে ধরেন। আরো বক্তব্য রাখেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গির আলম, প্রশিক্ষণ কোর্সের সিনিয়র কোর্স-কোর্ডিনেটর প্রফেসর ড. মাসুমা হাবিব। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জুনিয়র কোর্স-কোর্ডিনেটর প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হক।
উল্লেখ্য ০৭ মে হতে ০২ জুন পর্যন্ত ২৭দিন ব্যাপি এ প্রশিক্ষণ কোর্সে বাকৃবি’র মোট ২৫জন লেকচারার অংশগ্রহণ করেন ।