বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়: ঝিনাইদহ এগ্রিকালচারাল স্টুডেন্ট এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।এতে সভাপতি হয়েছেন ইমরানুজ্জামান হৃদয় (শেকৃবি) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ সাইদুর রহমান (বাকৃবি)।
শনিবার (১ জুলাই) ঝিনাইদহের এইড কমপ্লেক্সে ঝিনাইদহের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বর্তমান কৃষিবিদ এবং হবু কৃষিবিদদের নিয়ে প্রথম পুনর্মিলন ও সাধারণ সভায় এই নতুন কমিটি গঠন করা হয়।
পুনর্মিলন ও সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অধ্যাপক ড. মোঃ হাসানুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরপ্রবি) সহকারী অধ্যাপক ড. জিলহাস আহমেদ জুয়েল এবং সুপ্রিম সীড কোম্পানির ডেপুটি প্ল্যান্ট ব্রিডার শেখ জাফর মহিউদ্দিন।
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে ইমরান হোসেন (বাকৃবি), সালেহা খাতুন রিপ্তা (খুবি), অনিক বসু (যবিপ্রবি), সোহানুর রহমান (শেকৃবি), সৌরভ কর্মকার (পবিপ্রবি); যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে সাদমান সারার (পবিপ্রবি), জায়েদ বিন রেজাউল আলিফ (বাকৃবি), হাফিজুর রহমান (শেকৃবি), আদনান সজীব (খুবি), মোঃ ফয়সাল আহমেদ (ঢাবি), মোঃ শান্তি হোসেন (বশেমুরবি); সাংগঠনিক সম্পাদক রাফিম খান (বশেমুরকৃবি), তাসনিম আহমেদ তানিম (শেকৃবি), অনিক খন্দকার (বশেমুরপ্রবি), আব্দুলাহ গাফফার (বাকৃবি), তানজিনা নদী (সিকৃবি), বিপ্র রায় (খুবি). দপ্তর সম্পাদক মাহফুজুর আলম শোভন (শেকৃবি) অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন শাওন (বাকৃবি) এবং নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী মিতি (খুকৃবি) হয়েছেন।
কমিটিতে উপদেষ্টামন্ডলী হিসেবে রয়েছেন কৃষিবিদ মোঃ শাহাবুদ্দিন খান, অতিরিক্ত আইজিপি,বাংলাদেশ পুলিশ; কৃষিবিদ অধ্যাপক ড. এস.এম. রফিকুজ্জামান, ডিন, মৎস্য অনুষদ (বশেমুরকৃবি); কৃষিবিদ অধ্যাপক ড. মোঃ হাসানুজ্জামান, কৃষিতত্ত্ব বিভাগ (শেকৃবি), কৃষিবিদ অধ্যাপক ড. মোঃ হামিদুল ইসলাম, ফার্ম মেশিনারিজ বিভাগ (বাকৃবি), কৃষিবিদ ড. জিলহাস আহমেদ জুয়েল, সহকারী অধ্যাপক (বশেমুরপ্রবি); কৃষিবিদ ফারজানা ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার; কৃষিবিদ মোঃ কামরুল হাসান, এসিস্ট্যান্ট ম্যানেজার, ব্রিটিশ আমেরিকান টোবাকো; কৃষিবিদ মোঃ মাসুম আবদুল্লাহ, কৃষি সম্প্রসারণ অফিসার; কৃষিবিদ মীর রাকিবুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার; কৃষিবিদ এম আসাদুজ্জামান অভি, কৃষি সম্প্রসারণ অফিসার; কৃষিবিদ শেখ জাফর মহিউদ্দিন, ডেপুটি প্ল্যান্ট ব্রিডার, সুপ্রিম সীড; কৃষিবিদ আব্দুল্লাহ আল মাসুম, কৃষি সম্প্রসারণ অফিসার; এবং কৃষিবিদ নূর-ই-কুতুবুল আলম।