শেকৃবি প্রতিনিধি: বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩ উপলক্ষে তথ্য অধিকার কমিটি (আরটিআই) কর্তৃক তথ্য অধিকার আইন ও বিধি বিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণের লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ ২৭সেপ্টেম্বর ২০২৩ (বুধবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর) অধ্যাপক ড. অলোক কুমার পাল। এসময় উপস্থিত ছিলেন শেকৃবির ট্রেজারার অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো: হারুন-উর-রশিদ, রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, তথ্য অধিকার কমিটি (আরটিআই) এর ফোকাল পয়েন্ট এ. এইচ. এম. মোস্তফা কামাল, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর ফোকাল পয়েন্ট রাজীব চন্দ্র বসাক সহ বিশ্ববিদ্যালয়ের এপিএ সংশ্লিষ্ট কমিটির বিকল্প ফোকাল পয়েন্টবৃন্দ।