মোঃ জনি শিকদার, গবি প্রতিনিধি: গণ বিশ্ববিদ্যালয় (গবি) দ্বিতীয় ভেটেরিনারি অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন "গণ ফ্যালকনস"। ৯৬.৫ পয়েন্ট পেয়ে প্রথম স্থান নিজেদের করে নেয় গণ ফ্যালকনস। আন্তর্জাতিক সংগঠন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) এবং ন্যাশনাল ভেটেরিনারি ডিন কাউন্সিল (এনভিডিসি) কর্তৃক আয়োজিত দ্বিতীয় ভেটেরিনারি অলিম্পিয়াড-২০২৩। এতে ১৪টি বিশ্ববিদ্যালয়ের মোট ৩২৯টি দল অংশ নেয়।
আজ শনিবার (৭ অক্টোবর) দুপুরে ভেটেরিনারী অনুষদে একাডেমিক ভবনের ২য় তলায় প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনলাইনে অনুষ্ঠিত অলিম্পিয়াড প্রতিযোগিতার কোয়ালিফাইং রাউন্ডে ১০টি দলে গবির ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনলাইনে এমসিকিউ পরীক্ষার পাশাপাশি অফলাইনে লিখিত পরীক্ষা ও মনস্তাত্ত্বিক খেলায় অংশগ্রহণ করে দলগুলো।
বিজয়ী দলের সদস্য ও নবম ব্যাচের শিক্ষার্থী মোঃ শওকতুল ইসলাম ভূঁইয়া বলেন, 'বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে পারব ভেবেই নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আমরা দলগতভাবে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।'
এফএও এর ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার মোঃ মুহিবুল হাসান আফ্রাদ বলেন, 'ভেটেরিনারি শিক্ষাকে বাংলাদেশে আরো উন্নত ও প্রসারিত করা এবং গুরুত্ব বোঝাতে এফএও দ্বিতীয়বারের মতো ভেটেরিনারি অলিম্পিয়াডের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা খুবই উপকৃত হবে আশা করছি।'
এনিম্যাল প্রোডাকশন বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক ডা. রুকুনুজ্জামান বলেন, 'ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এবং ন্যাশনাল ভেটেরিনারি ডিন কাউন্সিল, যারা ভেটেরিনারির এরকম সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে নিয়ে এমন একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভেটেরিনারি শিক্ষার্থীদের জন্য এরকম আয়োজন শিক্ষার্থীদের আরো উৎসাহিত করবে এবং বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে বাংলাদেশেও তাল মিলিয়ে চলতে পারবে।'
প্রি ক্লিনিক্লাল বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক ডা. সজীবুল হাসান বলেন, 'আমি আয়োজন কমিটি ধন্যবাদ দিতে চাই। তোমরা এই প্রতিযোগিতার মাধ্যমে যা শিখতে পারছো তা যদি প্রয়োগ করতে পারো তাহলেই তোমরা জীবনে সার্থকতা পাবে। আশা করি প্রতি বছর আয়োজন কমিটি এভাবেই এই ভেটেরিনারি অলিম্পিয়াডে নতুনত্ব বজায় রাখবে।'
এ সময় ইউনাইটেড স্টেট এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অরগানাইজিং কমিটির সদস্যবৃন্দ এবং এফএও এর প্রতিনিধিবৃন্দ।