রাজধানী প্রতিনিধি: রাজধানী ঢাকায় শুরু হয়েছে ২ দিন ব্যাপী আন্তজার্তিক পোল্ট্রি সেমিনার। দেশের পোল্ট্রি শিল্পের বিকাশ ও চ্যালেঞ্জ দূরীকরণে দেশ-বিদেশের খ্যাতনামা পোল্ট্রি বিশেষজ্ঞেদের গবেষণালব্ধ পোষ্টার এখানে উপস্থাপন করা হয়েছে। পোল্ট্রি শিল্পের সাথে জড়িত সকল পর্যায়ের স্টেকহোল্ডারবৃন্দ, বিশেষজ্ঞ, শিক্ষক, গবেষকসহ ৪ শতাধিক ব্যক্তিবর্গ দুইদিনব্যাপি (১৪-১৫ মার্চ ) সকাল ৯ টা থেকে রাজধানীর ব্লু রেডিসন হোটেলে ওই সেমিনারে অংশগ্রহন করছেন। যেখানে প্রদর্শিত হচ্ছে ৫২ টি পোস্টার।
"Prevalence, molecular characterization and antibiotic susceptibility of shigatoxin producing Escherichia Coli in chickens and their products" "Molecular detection of haematozoan parasites in poultry of Bangladesh” "A review on emerging disease-Enterococcal spondylitis and its occurrence in South Asia" "A target release calcium butyrate formulation by power layering technique for enhancing gut health in broilers" "Prevalence and antibiogram profiles of Escherichia Coli in the environment of live bird markets" "Helminth parasites infection: a neglected health hazard of domestic ducks in Bangladesh" "Genetic analysis of SNPs in TENP gene of different chicken lines" "Conservation and improvement of native chickens: performance of tenth generation" "BLRI developed meat chicken-1: from development to commercialization" "Determining the potential probiotic properties of Lacobacillus spp. isolated from the gastrointestinal tract of indigenous chicken of Assam, India." "Innovative approach in poultry intestinal health management by multi-strain probiotics" "Comparative study on the production performance, carcass yields and meat quality of commercial white broiler, color broiler and sonali chicken" "Comparison of meat yield and quality characteristics between pigeon and quail" "Quality assessment of broiler meat using Neat Infrared Spectroscopy" "Possibilities of making fiber enriched chicken sausage with addition of de-oiled rice polish" "Use of acidifiers as alternatives to antibiotics growth promoters in broiler diets" "Effect of feeding yeast (Saccharomyces cerevisiae) fermented moist feed on growth performance of broiler" "Beyond aflatoxin: implications of mycotoxins in poultry production" "Contribution of Broiler Industry to Global Nutrition Security" "Commercial indigenous chicken production model under a semi-intensive production system in the hilly areas of Bangladesh–A case study" "Impact of stocking density on growth performance and welfare status of broilers" "Effect of feed withdrawal on the growth performance, carcass yield, meat quality and feasibility of rearing broilers up to 42 days of age" সহ সর্বমোট ৫২ টি পোষ্টার দেখার সুযোগ পাচ্ছেন সেমিনারে অংশগ্রহনকারীরা।
কোন ধরনের বিষয়গুলো পোষ্টারে প্রদর্শন করা হচ্ছে জানতে চাইলে সেমিনার টেকনিক্যাল কমিটির কনভেনার প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, পোল্ট্রি শিল্পের আধুনিক টেকনোলজিগুলোই এখানে উপস্থাপন করা হচ্ছে। যারা এগুলোতে অংশ নিবেন তারা এ প্রযুক্তিগুলো সম্পর্কে জ্ঞান লাভ করে তার পোল্ট্রি খামারের উন্নয়ন সাধন ও জ্ঞান লাভ করতে পারবেন।
জানা গেছে, দেশ বিদেশের পোল্ট্রি সেক্টরের সাথে যুক্ত গবেষক, শিক্ষক, বিজ্ঞানীগণ এ পোস্টারগুলো প্রদর্শন করছেন। যেখানে সারাবিশ্বে পোল্ট্রি গবেষণা ও লাগসই প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে সেমিনারে আগত সকলের।
একাধিক শিল্প উদ্যোক্তাদের সম্পর্কে কথা বললে তারা জানান, উন্নত বিশ্বের পোল্ট্রি সেক্টর যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদেরও সেভাবে টেকসই করে পোল্ট্রি শিল্প গড়ে তুলতে হবে। দুদিন ব্যাপি সেমিনার আজ বুধবার (১৫ মার্চ) শেষ হবে। আগামীকাল থেকে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপি (১৬-১৮ মার্চ) উপমহাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পোল্ট্রি শো।