ইসলামিক ডেস্ক: প্রতিবারের ন্যায় এবারো দোরগোড়ায় চলে এসেছে মাহে রমজান। রমজান মহান আল্লাহর রহমতের বারিধারায় সমৃদ্ধ তাঁর নৈকট্য লাভের সুবর্ণ সুযোগসংবলিত একটি মাস। এ মাসের জন্য মুমিন মুসলমনার পথ চেয়ে বসে থাকে। মহিমান্বিত এ মাসের মর্যাদা অপরিসীম। মহান রাব্বুল আলামিন বলেন, ‘সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা পালন করে।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৫)।
ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে রমজানের জন্য একটু আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হয়। রাসুলুল্লাহ (সা.) এর সময়ে রমজান যতই ঘনিয়ে আসত, রমজান নিয়ে তাঁর আগ্রহ, আলোচনা ও আমলের মাত্রা ততই বেড়ে যেত এবং তিনি সাহাবিদের রমজানের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিতেন।
আসুন আমরাও রাসুলের নির্দেশিত পথ অনুসরণ করি এবং রোজার মাসের জন্য প্রস্তুতি গ্রহন করি। নিশ্চয়ই মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ্য শরীরে রোজা পালন করার তাওফিক দিবেন।-আমিন