মাহে রমজানে আত্নার পরিশুদ্ধির প্রশিক্ষনে নিজেদের নিয়োজিত রাখি

ইসলামিক ডেস্ক: আজ ২৪ মার্চ শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। পবিত্র এ মাস সমগ্র মুসলিম উম্মাহ'র জন্য বরকত ও নাজাতের মাস, তাই সমগ্র মুসলিম উম্মাহকে পরম করুণাময় রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে। এ মাসে সিয়াম সাধনের মধ্যে দিয়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য আত্নার পরিশুদ্ধির প্রশিক্ষনে নিয়োজিত রাখতে পারাটাই আমাদের সার্থকতা।

তাই আসুন সকল পাপ থেকে বিরত থাকি। সারাদিন সকল ধরনের পানাহার থেকে বিরত থেকে আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সচেষ্ট হই।মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আমরা যেন সকল অনাচার হিংসা বিদ্বেষ হানাহানি পরিহার করে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে চলতে পারি। রমজান প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক শান্তির বার্তা। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের সহায় হোন।-আমিন।