সামাজিক দায়িত্ব ও প্রকৃতি সংরক্ষণের অঙ্গীকারে কম্বল বিতরণ ও পরিবেশ সুরক্ষার আহ্বান

এগ্রিলাইফ২৪ ডটকম: রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল-এর আয়োজনে এবং উত্তরণ সেভিংস এন্ড ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিঃ, বেটার নেচার অ্যান্ড সোসাইটি ও গ্রিন ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্স সেন্টার-এর আর্থিক সহযোগিতায় আজ কাজলা ফুলতলায় ‘ছোট্ট স্বপ্ন’ সংগঠনের তত্ত্বাবধানে সুবিধাবঞ্চিত শিশুদের পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল-এর প্রেসিডেন্ট রোটারিয়ান মো: মিজানুর রহমান, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ড. মো: হেমায়েতুল ইসলাম আরিফ, রোটারিয়ান আবুল বাসার পল্টু, ছোট্ট স্বপ্নের প্রেসিডেন্ট ও সেক্রেটারি, এবং আরসিসি ইকো ফুলতলার প্রেসিডেন্ট মো: তোফাজ্জল হোসেন তোফা, সেক্রেটারি মো: রমজান আলী, এবং ‘সেভ দ্য ন্যাচার এন্ড লাইভ ইয়ুথ’-এর আহ্বায়ক রোটারেক্টর মো: জুলফিকার অংশগ্রহণ করেন।

এতে ‘ছোট্ট স্বপ্ন’-এর মাধ্যমে ৬০টি সুবিধাবঞ্চিত শিশুর পরিবারকে কম্বল প্রদান করা হয়, যা শীতকালে তাদের প্রয়োজনীয় ভরসা হয়ে দাঁড়াবে।

অনুষ্ঠানে পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ড. মো: হেমায়েতুল ইসলাম আরিফ পরিবেশ সংরক্ষণের উপর জোর দেন এবং পদ্মা পারচড়ে আগত অতিথি পাখি ও পার্শ্ববর্তী পরিবেশ রক্ষায় আরসিসি ইকো ফুলতলা ও স্থানীয় সমাজকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বিশেষ অনুরোধ জানান।

রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল বিশ্বাস করে যে শুধুমাত্র ত্রাণ বিতরণ নয়, বরং সামাজিক ও পরিবেশগত টেকসই উন্নয়নের মাধ্যমে সমগ্র সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এই উদ্যোগে অংশীদার হিসেবে সম্মিলিতভাবে সহযোগিতা করা সকল প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবীদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়।