যশোরে দুই দিন ব্যাপি বারির আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোরে দুই দিন ব্যাপি (২০-২১ মে, ২০২৪ ইং) ”আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচী প্রণযন কর্মশালা-২০২৪” অনুষ্ঠিত হয়। মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওছার উদ্দিন আহাম্মদ এর সভাপতিত্ব উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ নজরুল ইসলাম, পরিচালক, তৈলবীজ গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর।

উক্ত কর্মশালায় খুলনা ও যশোরের অঞ্চলের দশটি জেলাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বারি, ব্রি, বিনা, এসআরডিআই (মৃত্তিকা), বিজেআরআই (পাট), বাগভ’গই (গম), কৃষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি সহ ৮০ জন অংশগ্রহণকারী উপষ্ঠিত ছিলেন।

এই অনষ্ঠানে অত্র এলাকার বিভিন্ন গবেষণা প্রতিবেদন, কার্যক্রম এবং কৃষি ও কৃষকদের সমস্যাসমূহ নিয়ে আলোচনা এবং তথ্য উপাত্ত উপস্থাপনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ড. ইসলাম বলেন, আমাদের খাদ্যে আমদানী নির্ভরতা কমাতে হবে, এই জন্য নতুন নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন করে তা সম্প্রসারণ করতে হবে । কৃষি উন্নয়ন এবং কৃষকের জন্য কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে বিগত সালের সমস্যা এবং সুপারিশসমূহ নিয়ে আলোচনা করেন।