WPSA-BB নির্বাচনে একজন দায়বদ্ধ, দূরদর্শী ও গতিশীল প্রার্থী-ডা. শামীম আহমেদ

বিশেষ প্রতিনিধি, এগ্রিলাইফ২৪ ডটকম: World's Poultry Science Association (Bangladesh Branch)-এর ২০২৫-২০২৬ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচনে Executive Committee Member (DVM Background) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের অন্যতম অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল পোল্ট্রি পেশাজীবি ডা. শামীম আহমেদ। তিনি প্রোভেট রিসোর্সেস লি: এর ডিরেক্টর ও সিইও হিসেবে ব্যবসা ও শিল্প উন্নয়নের দুই ভূমিকাতেই রেখে চলেছেন দৃশ্যমান অবদান।

আগামী ২৬ জুলাই ২০২৫, শনিবার, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকার যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারের মহল হলে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নির্বাচনে ডা. শামীম আহমেদ-এর ভোটার নম্বর: ২৮৫

ডা. শামীম আহমেদ এগ্রিলাইফকে জানান, তিনি পোল্ট্রি খাতে উদ্ভাবন,গবেষণা-শিল্প সংযোগ, নারীর ক্ষমতায়ন, যুব নেতৃত্বের বিকাশ এবং বায়োসিকিউরিটি ও প্রাণিকল্যাণ বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যেতে চান।