পেশাদারিত্বের সাথে ভবিষ্যতমুখী নেতৃত্বের সমন্বয় ঘটাতে চান মোহাম্মদ ফয়জুর রহমান

বিশেষ প্রতিনিধি, এগ্রিলাইফ২৪ ডটকম: দেশের পোল্ট্রি শিল্পে পেশাদারিত্বের সাথে ভবিষ্যতমুখী নেতৃত্বের সমন্বয় ঘটাতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন খাতসংশ্লিষ্ট সুপরিচিত সংগঠক মোহাম্মদ ফয়জুর রহমান। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন World's Poultry Science Association (Bangladesh Branch)-এর ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে।

নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুলাই ২০২৫, শনিবার, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত, রাজধানীর যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারের মহল হলে। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ফয়জুর রহমানের ভোটার নম্বর ৭০

দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা, সংগঠনের প্রতি অঙ্গীকার ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে তিনি ইতোমধ্যেই পোল্ট্রি খাতে একজন বিশ্বাসযোগ্য ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গবেষণাভিত্তিক কার্যক্রম ও ভবিষ্যতমুখী কর্মপরিকল্পনার মাধ্যমে তিনি সংগঠনের কার্যক্রমকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

ফয়জুর রহমান দীর্ঘদিন ধরে দেশের পোলট্রি ও প্রাণিসম্পদ খাতে পেশাদারভাবে যুক্ত রয়েছেন। তিনি বর্তমানে এভান্স এশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রফেশনাল এগ্রোর স্বত্বাধিকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি DSM-Firmenich, Kemin Industries South Asia Pvt. Ltd., এবং ACI Animal Health-এর মতো খ্যাতনামা প্রতিষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

শুধু পেশাগত ক্ষেত্রেই নয়, সংগঠনিক কর্মকাণ্ডেও ফয়জুর রহমানের রয়েছে এক সুদীর্ঘ ও সমৃদ্ধ অভিজ্ঞতা। তিনি বর্তমানে WPSA-BB-এর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বে আছেন। এর আগেও তিনি একই সংগঠনের যুগ্ম সম্পাদক (২০১৯-২০, ২০২১-২২) এবং নির্বাহী সদস্য (২০১৫-১৬, ২০১৭-১৮) ছিলেন। এছাড়া তিনি AHCAB-এর বর্তমান নির্বাহী সদস্য (২০২৩-২৫, ২০২৫-২৭), BAHA-এর কোষাধ্যক্ষ এবং BAHS-এর যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনেও তিনি বাংলাদেশ এনিম্যাল হাজব্যান্ড্রি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

সংগঠনের প্রতি তার নিরলস অঙ্গীকার, নেতৃত্বদানের অভিজ্ঞতা এবং দীর্ঘ পেশাজীবনের বাস্তব জ্ঞান আগামী দিনে WPSA-BB-এর কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে পারে বলে অনেকেই মনে করছেন।

একজন দক্ষ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ সংগঠক ফয়জুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলে সংগঠনের গুণগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে ভোটাররা আশা প্রকাশ করছেন।