বিশেষ প্রতিনিধি, এগ্রিলাইফ২৪ ডটকম: World's Poultry Science Association (Bangladesh Branch)-এর ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের অন্যতম অভিজ্ঞ পোল্ট্রি ব্যক্তিত্ব মোঃ আসাদুজ্জামান মেজবা, প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO), ডায়মন্ড গ্রুপ। আগামী ২৬ জুলাই ২০২৫, শনিবার, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারের মহল হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে তার ভোটার নম্বর: ১৮০।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা মেজবা দুই দশকেরও বেশি সময় ধরে পোল্ট্রি শিল্পে নেতৃত্ব দিয়ে আসছেন। সি.পি. বাংলাদেশ, প্যারাগন, কাজী ফার্মস-এর মত শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালন শেষে বর্তমানে তিনি ডায়মন্ড গ্রুপের সিইও।
দুইবার WPSA-BB’র নির্বাহী সদস্য এবং ২০২৩-২০২৫ মেয়াদে Bangladesh Animal Husbandry Society (BAHS) এর ঢাকা মহানগর শাখার প্রেসিডেন্ট হিসেবে তাঁর নেতৃত্ব ব্যাপক প্রশংসিত। ছাত্রজীবনে “উত্তরায়ণ” সংগঠনের প্রেসিডেন্ট হিসেবেও তিনি রেখেছেন শক্তিশালী ছাপ।
মেজবা বলেন, “দেশের পোল্ট্রি শিল্পকে সায়েন্টিফিক ও দায়িত্বশীলতার সাথে পরিচালিত করতে হবে। গবেষণা, নেতৃত্ব ও নীতিগত স্থিতিশীলতা সব কিছু মিলিয়েই এই শিল্পকে এগিয়ে নিতে হবে।”