বিশেষ প্রতিনিধি, এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশের পোল্ট্রি খাতকে টেকসই ও অগ্রসরমুখী করতে হলে প্রয়োজন সময়োপযোগী পরিকল্পনা, আধুনিক বিজ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গি এবং সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ এমনটাই মতামত ব্যক্ত করেছেন এ্যভন এনিমেল হেলথ্-এর সিইও কৃষিবিদ এ কে এম সাঈদ সারোয়ার (লিটু)। তিনি আসন্ন ওয়াপসা-বিবি (WPSA-BB) ২০২৫-২০২৬ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনে ইন্ডাস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে একজন সদস্য প্রার্থী। নির্বাচনে তাঁর ভোটার নং: ৪৭।
তিনি বলেন, “দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, দারিদ্র্য নিরসন ও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে পোল্ট্রি শিল্প এক নির্ভরযোগ্য খাত হিসেবে প্রতিষ্ঠিত। এই খাতকে আরও শক্তিশালী করতে হলে আমাদের সুপরিকল্পিত ও যৌথ প্রচেষ্টার বিকল্প নেই।”
কৃষিবিদ এ কে এম সাঈদ সারোয়ার (লিটু) দীর্ঘদিন ধরেই পোল্ট্রি শিল্পের উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছেন। পেশাগত অভিজ্ঞতা ও শিল্প সচেতনতা থেকে তিনি বিশ্বাস করেন, একটি কার্যকর নেতৃত্ব এই খাতের সামনে থাকা চ্যালেঞ্জসমূহ দূর করতে পারে।
নির্বাচনে ভোটারদের প্রতি তিনি দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করে বলেন, “আমি আপনার দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি, যাতে আমি এই খাতের কল্যাণে আরও নিবেদিতভাবে কাজ করতে পারি।”
উল্লেখ্য আগামী ২৬ জুলাই ২০২৫, শনিবার, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত, রাজধানীর যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারের মহল হলে নির্বাচনটি অনুষ্ঠিত হবে