পোল্ট্রি শিল্পে টেকসই উন্নয়ন নিশ্চিতে খাত সংশ্লিষ্ট শ্রমশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে

বিশেষ প্রতিনিধি, এগ্রিলাইফ২৪ ডটকম: দেশের পোল্ট্রি শিল্পে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে খাত সংশ্লিষ্ট শ্রমশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। পোল্ট্রি খামারিদের মধ্যে এখনো স্বাস্থ্যবিধি, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ ব্যবস্থাপনার আধুনিক চর্চা সম্পর্কে সচেতনতা প্রয়োজনীয় মাত্রায় গড়ে ওঠেনি। এর ফলে উৎপাদনশীলতায় সীমাবদ্ধতা থাকছে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করাও কঠিন হয়ে উঠছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচির সম্প্রসারণ জরুরি এমনটাই বিশ্বাস করেন পোল্ট্রি খাতের তরুণ ও দক্ষ সংগঠক মোহাম্মদ নাজমুস সাকিব হামিম।

তিনি বর্তমানে WPSA-BB (ওয়ার্ল্ড'স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা) কার্যকরী কমিটির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিগত ১৩তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনারে তিনি ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট সাব-কমিটির সদস্য সচিব হিসেবে সাফল্যের সাথে কাজ করেছেন, যা তাঁর সাংগঠনিক দক্ষতার স্পষ্ট প্রমাণ।

এই ধারাবাহিকতায় আসন্ন WPSA-BB নির্বাচন ২০২৫-২৬-এ তিনি কার্যকরী কমিটির একজন সদস্য হিসেবে (এনিমেল হাজবেন্ড্রি ব্যাকগ্রাউন্ড) পদে প্রার্থী হয়েছেন। নির্বাচনটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুলাই ২০২৫, শনিবার, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত, যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারের মহল হলে। তাঁর ভোটার নম্বর ২৯৭।

মোহাম্মদ নাজমুস সাকিব হামিম আশাবাদ ব্যক্ত করেছেন, পোল্ট্রি খাতের সকলের সক্রিয় অংশগ্রহণ ও আধুনিক প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করে একটি দক্ষ, টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন পোল্ট্রি শিল্প গড়ে তোলা সম্ভব। এজন্য তিনি সকল সম্মানিত ভোটারের দোয়া ও মূল্যবান ভোট প্রত্যাশা করছেন।