এগ্রিলাইফ২৪ ডটকম: এসিআই বাংলাদেশের সর্বপ্রথম প্রতিষ্ঠান যা ISO 9001:14001 সনদ অর্জন সহ, গ্লোবাল কমপ্যাক্ট বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। এসিআই এগ্রিবিজনেস বাংলাদেশের আধুনিক কৃষি ব্যবসায়ের ক্ষেত্রে একটি অগ্রজ প্রতিষ্ঠান। এসিআই এগ্রিবিজনেসের সাব বিজনেস হিসেবে দেশের কৃষকদের সম্পদশালী করার লক্ষ্যে ১৯৯৮ সালে বেসরকারি কোম্পানি হিসেবে হাইব্রিড ধান বীজ ও সবজি বীজ বাজারজাতকরণের মাধ্যমে এসিআই সীড যাত্রা শুরু করে।
বর্তমানে এসিআই সীড বিভিন্ন সবজির ৩২টি ফসলের ১৩৬টি জাত এবং মাঠ ফসলের ৭৯টি জাত এর বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া এসিআই সীড নিজস্ব গবেষণায় ১৩টি সবজির ৪২টি হাইব্রিড জাত, ধানের ৮টি জাত, ভুট্টার ২টি জাত, আলুর ২৯টি জাত এবং গমের ২টি জাত উদ্ভাবন করেছে, যা ইতিমধ্যে কৃষক পর্যায়ে আস্থা অর্জন করেছে। এই ব্যবসায়িক কর্মসূচীর অধীনে এসিআই সীডে প্রায় ৫০ জন বিজ্ঞানী কর্মরত আছেন।
স্বাস্থ্য মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ এবং সুস্বাস্থ্য মানুষকে অধিক কর্মক্ষম করে তোলে। তাই ব্যবসায়ীক অংশীদারদের স্বাস্থ্য সুরক্ষিত করার জন্যে গত ৩-৫ অক্টোবর ২০২৫ ইং তারিখে এসিআই সীড ”বিজনেস পার্টনার হেলথ চেকআপ প্রোগ্রাম ২০২৫” এর আওতায় সারাদেশ থেকে আগত ৭৫ জন বীজ ব্যবসায়ীর জন্যে রাজধানীর স্বনামধন্য এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচীর আয়োজন করে।
এসিআই বিশ্বাস করে যে, ব্যবসায়িক অংশীদারগণ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের মাধ্যমে কৃষকদের সম্পদশালী করার লক্ষ্যে তারা কৃষিতে আরও উল্লেখযোগ্য অবদান রাখতে পারবেন। এতে কৃষিতে অভ‚তপূর্ব অগ্রগতি অর্জিত হবে, যা দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। তাই এসিআই সীড ব্যবসায়িক অংশীদারদের সন্তুষ্টি, সুস্বাস্থ্য এবং অনুপ্রেরণা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশে এই প্রথম বীজ ব্যবসায়ীদের নিয়ে এই ধরণের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়। উক্ত কর্মসূচীতে অংশগ্রহণকারীরা এসিআই সীডের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং এসিআই সীডের স্বাস্থ্য সচেতনতার দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। অংশগ্রহণকারীদের মতে, এসিআই সীডের এই উদ্যোগ গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করেছে এবং কৃষি ভিত্তিক ব্যবসায় একটি ইতিবাচক উদাহরণ স্থাপন করেছে।