ফিড ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে-AIT

এগ্রিলাইফ২৪ ডটকম: দেশের ফিড শিল্পে পথিকৃত ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান Agro Industrial Trust (AIT) তাদের Feed Marketing Division-এ জরুরি ভিত্তিতে মার্কেটিং অফিসার ও সিনিয়র মার্কেটিং অফিসার পদে নিয়োগের কথা জানিয়েছে। খামারখাতের বিস্তৃত উন্নয়নে কাজ করা এই প্রতিষ্ঠানে যোগ দিয়ে দক্ষ প্রার্থীরা গড়ে তুলতে পারবেন উজ্জ্বল ক্যারিয়ার।

১৯৮৮ সালে প্রতিষ্ঠার পর থেকে AIT দেশের পোল্ট্রি, ডেইরি, ফিশ ও ক্যাটল ফিড সেক্টরে একটি বিশ্বস্ত নাম। উন্নতমানের ফিড উৎপাদন, আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং অভিজ্ঞ নিউট্রিশনিস্ট টিমের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের প্রাণিসম্পদ খাতে বিশেষ ভূমিকা রেখে চলেছে। সম্প্রতি AIT তাদের কর্মকাণ্ড আরও সম্প্রসারণের লক্ষ্য নিয়ে সেলস ও মার্কেটিং টিম শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।

প্রার্থীদের ফিড মার্কেটিংয়ে দক্ষতা ও মাঠ পর্যায়ে কাজের মানসিকতা থাকতে হবে। কর্মস্থল হবে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ (উল্লেখিত অঞ্চলে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি, ২–৩ বছরের পোল্ট্রি, ক্যাটল বা ফিশ ফিড মার্কেটিংয়ের বাস্তব অভিজ্ঞতা, যোগাযোগ দক্ষতা ও সেলস টার্গেট অর্জনের মানসিকতা আবশ্যক।

বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষ তবে যোগ্যতার ভিত্তিতে আকর্ষণীয় বেতন, ইনসেনটিভ এবং ক্যারিয়ার গ্রোথের সুযোগ প্রদান করা হবে।

আবেদনের পদ্ধতি: যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন:
WhatsApp: 0174682940
Md. Enamul Huq, Head of Marketing, Agro Industrial Trust (AIT)

যারা মার্কেটিং পেশাকে ভালোবাসেন এবং মাঠ পর্যায়ে চ্যালেঞ্জিং কাজে আগ্রহী তাদের জন্য AIT হতে পারে অন্যতম সেরা কর্মক্ষেত্র।