এজি এগ্রো ফিড মিলে বাকৃবি শিক্ষার্থীদের শিক্ষা সফর

এগ্রিলাইফ ডেস্ক: আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) , ময়মনসিংহ এর এনিম্যাল নিউট্রিশন বিভাগের "ফিড মিলিং ইন্ডাস্ট্রি" কোর্সের অংশ হিসেবে ফিডমিল সফর করেন। সেখানে ১৮৪ জন শিক্ষার্থী, এনিম্যাল নিউট্রিশন বিভাগের ৩ জন শিক্ষক এবং ৬ জন অফিস স্টাফ অংশগ্রহণ করেন।

এনিম্যাল হাজবেন্ড্রি অনুষদের ৪র্থ বর্ষের ১৮৪ শিক্ষার্থীকে ৪টি বাসে করে বাংলাদেশের স্বনামধন্য ফিডমিল এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আজুগিচালা, শ্রীপুর, গাজীপুরে নিয়ে যাওয়া হয়। পূর্বনির্ধারিত সময় সকাল ১০.০০টায় শিক্ষার্থীরা ফিডমিল প্রাঙ্গণে পৌঁছায় এবং সারা দিনের সফর শেষে, বিকাল ৩ টায় ফিড মিল থেকে বাকৃবি ক্যাম্পাসের উদ্দেশে রওনা দেয়।

মোট ১৮৪ জন শিক্ষার্থীকে ২ টি গ্রুপে ফিডমিলে আনা হয়, যেখানে প্রতি গ্রুপে বিশ্ববিদ্যালয়ের এক জন শিক্ষক অন্তর্ভূক্ত ছিলেন। দুটি গ্রুপের গাইড হিসেবে ছিলেন যথাক্রমে প্রফেসর ড. খান মো: সাইফুল ইসলাম, সহযোগী প্রফেসর ড. মোঃ সফিকুর রহমান শিশির এবং সহকারী প্রফেসর মিসেস জেসমিন আকতার। শিক্ষার্থীদের জন্য এরকম একটি সুযোগ করে দেয়ার জন্য শিক্ষকবৃন্দ এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বিশেষভাবে ধন্যবাদ দেন ।

শিক্ষা সফরের শুরুতেই পরিচিতি পর্ব শেষে শিক্ষার্থীদের হাতে কলমে শেখার সুবিধার্থে কয়েকটি গ্রুপে বিভক্ত করে দেয়া হয়। এরপর ফিড মিলের বিভিন্ন বিভাগ যেমন- প্রোডাকশন, ফিড ডেলিভারি, কোয়ালিটি অ্যাসুরেন্স ও কোয়ালিটি কন্ট্রোল, একাউন্টস্, মেইন গেইট এবং মানব সম্পদ বিভাগ এর দৈনন্দিন কার্যক্রম পরিদর্শন করে। সেই সাথে তারা ফিডমিলের বিভিন্ন বিভাগে কর্মরত প্রতিনিধিদের থেকে সরাসরি জানার এবং শেখার সুযোগ পায়। ছাত্র-ছাত্রীদের বুদ্ধিদীপ্ত প্রশ্নগুলো যেমন এই সফরে তাদের সক্রিয় অংশগ্রহন নিশ্চিত করে সেই সাথে ট্রেইনারদের আন্তরিকতাও প্রমাণ করে।

শিক্ষার্থীরা জানান, বইয়ে পড়া তত্ত্বীয় বিষয়গুলো বাস্তবে চাক্ষুষ দেখার সুযোগ তাদের শেখার গভীরতা বাড়িয়েছে। তারা ফিড উৎপাদনের ধাপ, ল্যাব টেস্ট, কাঁচামালের সংকট ও ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেন।

সমাপনী পর্বে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ব্যবস্থাপক মোঃ রোকুনুজ্জামান, ল্যাব ইনচার্জ ফারজানা নাজনিন, ইন্জিনিয়ার মোঃ শাহজাহান এবং উপ সহকারী ব্যবস্থাপক (এইচআর এডমিন) খন্দকার মনিরুল আহসান অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। তারা প্রতিষ্ঠানের তিনটি প্রধান ফিড পোল্ট্রি, মৎস্য ও ক্যাটল উৎপাদনে অবদানের কথা তুলে ধরেন এবং দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে ভবিষ্যতে আরও শিক্ষা সফরের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

এই সফর শিক্ষার্থীদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হয়েছে, যা তাদের পেশাগত জীবনে বাস্তবভিত্তিক জ্ঞান প্রয়োগে সহায়ক হবে। শিক্ষকবৃন্দ ও এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আন্তরিক সহযোগিতায় এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সকলে আশাবাদী।