
এগ্রিলাইফ২৪ ডটকম:মানিকগঞ্জে বিসিআইসি ও বিএডিসি'র সার ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯.০০ ঘটিকায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মানিকগঞ্জ।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক জনাব শাহজাহান সিরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাসুদ, উপজেলা নির্বাহী অফিসার, ঘিওর জনাব নাশিতা-তুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার, ঘিওর জনাব তহমিনা খাতুন, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুস সালাম বাদল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, জেলা সার সমিতির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান শামীম প্রমুখ।
মতবিনিময় সভায় জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক জনাব শাহজাহান সিরাজ বলেন, জেলায় পর্যাপ্ত সার রয়েছে। ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে সার সরবরাহ করতে কৃষি বিভাগ বদ্ধ পরিকর। সার নিয়ে যাতে অপপ্রচার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কৃত্রিম সংকট সৃষ্টি করে যাতে কৃষকের কাছে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করতে না পারে সেটা নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্টরা কাজ করছেন।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ডিলারগণ অধিক লাভের আশায় কৃত্রিম সংকট তৈরি করবেন না । মানিকগঞ্জ জেলায় কোন অবস্থায় কোন ধরনের সারের ঘাটতি হবে না। মানিকগঞ্জ জেলায় সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। তিনি আরো বলেন, কৃষকের স্বার্থে যা করা দরকার জেলা প্রশাসন অবশ্যই তা করবে।
জেলার বিভিন্ন উপজেলা থেকে উপজেলা কৃষি অফিসারগণ, বিসিআইসি ও বিএডিসি'র সার ডিলারগনণ এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যগণ এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
























