সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া, যশোরের উদ্যোগে পানি পরীক্ষার ফলাফল উপস্থাপন ও করণীয় বিষয়ক আলোচনা

এগ্রিলাইফ২৪ ডটকম: রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্যোগে আজ বুধবার (১৭ ডিসেম্বর) ব্র্যাক লার্নিং সেন্টারে পানি পরীক্ষার ফলাফল ও করণীয় বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া যশোরের ম্যানেজার কৃষিবিদ ড. নাজমুন নাহার-এর সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেমিস্ট মোঃ আবু শামীম খান।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে মতামত ব্যক্ত করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মৃতুঞ্জয় বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ মোশারফ হোসেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোতাসিম আহমেদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা লিপি পাল, বিএডিসি'র সহকারী প্রকৌশলী ফজলে রাব্বী প্রমুখ।

কর্মশালার শুরুতে প্রকল্পের কার্যক্রম উপস্হাপন করেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ম্যানেজার- রিজেনারেটিভ কৃষিবিদ ড.নাজমুন নাহার। প্রোগ্রাম অফিসার কৃষিবিদ শেখ মনিরুল ইসলামের সঞ্চালনায় আরও আলোচনায় অংশগ্রহণ করেন সলিডারিডাড এর সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, প্রোগ্রাম অফিসার রায়হানুল ইসলাম চৌধুরী ও জাগরণী চক্র ফাউন্ডেশন এর প্রকল্প ব্যবস্হাপক কৃষিবিদ মোঃ রুবেল আলী।

মাইক্রো-ওয়াটারসেড নির্বাহী কমিটির সদস্যদের পক্ষে খায়রুজ্জামান, মালতী মালাকার, ঝরণা বেগম, মিসেস খাদিজা, জালাল উদ্দিন প্রমুখ খালের চ্যালেঞ্জসমুহ আলোচনা করেন। কর্মশালায় প্রকল্পের ওয়াটার ক্লাস্টার অফিসারগনসহ ৩২ টি পুনঃখননকৃত মাইক্রো-ওয়াটারসেডের একজন করে প্রতিনিধি উপস্হিত ছিলেন। মূল উপস্থাপক শামীম খান বিভিন্ন মাইক্রো-ওয়াটারসেডের পানিতে বিদ্যমান মৌলিক উপাদান বিশেষতঃ আর্সেনিক, লেড, সোডিয়াম ধরণের ১৭টি উপাদামের স্ট্যটাস পাওয়ার পয়েন্ট উপস্হাপনের মাধ্যমে অবহিত করেন।