আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক অবহিতকরণ কর্মশালা ও কৃষক পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু{ আজ মঙ্গলবার (২৮ মে ২০২৪ ) সকাল ১০টায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত)-এর আওতায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক অবহিত কর্মশালা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে । কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চল এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত ) ডিএই কর্মশালাটি আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ,খামারবাড়ি ঢাকা এর মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক , বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প ,কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক মো:নুরুজ্জামান , এবং নাসরীন আক্তার বানু ,উপ-পরিচালক ময়মনসিংহ জেলা । কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ,খামারবাড়ি ময়মসিংহের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সালমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প এর প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান ।কর্মশালার কারিগরি সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এমএমআর জাহাঙ্গীর।

পরে কৃষিতে কৃতিত্বপূর্ণ সফলতা অর্জন করায় বৃহত্তর ময়মনসিংহ এর প্রকল্পভুক্ত ৬ জেলার ৪৮০জন কৃষককে পুরষ্কার প্রদান করা হয়। এছাড়া কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৬ জেলার ৪৮জন উপজেলা কৃষি কর্মকর্তা এবং ৪৮জন উপ সহকারী কৃষি কর্মকর্তাকে পুরষ্কৃত করা হয়। এছাড়া প্রকল্পের ৬ জেলার আওতাভুক্ত মোট ১২৪৮জন কৃষককে বিশেষ পুরষ্কার দেয়া হয়।

অনুষ্ঠানে নারস ভূক্ত বিভিন্ন গবেষণা ইনস্টিটিউট এর প্রতিনিধি, প্রকল্পভুক্ত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ৬ জেলার বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তাবৃন্দসহ পুরষ্কারপ্রাপ্ত কৃষক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।