বাকৃবিতে এলসিভিয়ার এর ই-বুক অ্যাক্সেস এবং ডাউনলোড এর শুভ উদ্বোধন

দীন মোহাম্মদ দীনু।। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এর সম্মেলন কক্ষে আজ ১৬ মে ২০২৪ বৃহস্বাপতিবার সকাল ১১ঃ০০ টায় লাইব্রেরি শাখার আয়োজনে এলসিভিয়ার এর ই-বুক অ্যাক্সেস এবং ডাউনলোডের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো- অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ আবু হাদী নূর আলী খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী।

বাকৃবির ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মোঃ খাইরুল আলম নান্নু এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশু পালন অনুষদের ডিন প্রফেসর ড. ছাজেদা আখতার, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো: গোলাম রাব্বানী, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মো: মোস্তাফিজুর রহমান, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো: জয়নাল আবেদীন, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এম. এ. এম. ইয়াহিয়া খন্দকার, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ, একোয়কালচার বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাহফজুল হক, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আফরিনা মোস্তারি, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. চয়ন গোস্বামী, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক ড. আমিনুর রহমান চৌধুরী, জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক দীন মোহম্মদ দীনু এবং বাকৃবির বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।