দীন মোহাম্মদ দীনু। জাপানের দ্য নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীদের জন্য একটি বৃত্তি কার্যক্রম পরিচালনা করছে। এ বৃত্তি কার্যক্রমের অংশ হিসেবে ১৮ মে (শনিবার) সকাল দশটায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে বাংলাদেশ এনইএফ বৃত্তি কার্যক্রম শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে বাকৃবি ডিন পরিষদের আহবায়ক অধ্যাপক ড. ছাজেদা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনইএফ কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আবু সাদেক মো. সেলিম। স্বাগত বক্তব্য রাখেন বাকৃবি এনইএফ কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. জুলফিকার রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা ইউনিভার্সিটি এনইএফ কমিটির অধ্যাপক ড. মো. জাবেদ হোসাইন।
কর্মশালার দ্বিতীয় সেশনে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় যথাক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগীতামুলক ওরাল এবং পোস্টাল উপস্থাপনা করেছে। অনুষ্ঠানে দেশের এ পাঁচ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক-শিক্ষার্থীরাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।